হাটহাজারী প্রতিনিধি »
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হালদা নদীর ২০ কিলোমিটার পাড় জুড়ে ২০ হাজার বৃক্ষ চারা রোপণ করা হচ্ছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম উত্তর বন বিভাগ হাটহাজারী রেঞ্জের আয়োজনে উপজেলা প্রশাসন এর সহযোগিতায় উপজেলা ফরহাদাবাদ ইউনিয়নের
বংশালে হালদা পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও স্থানীয় সাংসদ প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ, স্থানীয় বন বিভাগের সহ-স্টেশন কর্মকর্তা রেজাউল করিম, সাংসদের একান্ত সহযোগী সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জুসহ আরও অনেকে।













