বাংলাধারা প্রতিবেদন »
‘শ্রমজীবী জনতা এক হও শ্যামল সোনার বাংলা গড়’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় শ্রমিকলীগ, চট্রগ্রাম মহানগর খুলশী থানার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ করেছে ।
শনিবার (২৫ জুলাই) খুলশী থানার বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিকলীগ, চটগ্রাম মহানগর খুলশী থানার সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে জাতীয় শ্রমিকলীগ, চট্টগ্রাম মহানগর সভাপতি বখতেযার উদ্দিন খাঁন এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুর ইয়াছিন চৌধুরী, সভাপতি মিমি সুপার মার্কেট দোকান কর্মচারী সমিতি, মোঃ দেলোয়ার হোসেন, ডবলমুরিং থানা জাতীয় শ্রমিকলীগ নেতাসহ আরো অনেক শ্রমজীবী জনতা।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর খুলশী থানার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রুবেল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ ওমর ফারুক, ১৩ নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগ নেতা মোঃ আনোয়ারুল আজিমসহ প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা













