বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীর সিডিএ আবাসিক এলাকার (চান্দগাঁও আবাসিক এলাকা) একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র জানালার গ্রিল কেটে দা দিয়ে কুপিয়ে আলমিরা ভেঙে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে।
চান্দগাঁও আবাসিকের বি-ব্লকের ৯ নম্বর রোডের ২১৯ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।
বাসার বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার পুরো পরিবার রাউজানের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তারা বাসার দারোয়ানকে সন্দেহ করছেন।
বাসার বাসিন্দা ফখরুল আলম মিটন গণমাধ্যমকে বলেন, ‘আমি এ বাসায় পরিবার নিয়ে ভাড়ায় থাকি। বৃহস্পতিবার বিকালে পরিবারের সবাইকে নিয়ে রাউজান গ্রামের বাড়িতে বেড়াতে যাই। আজ দুপুর ১২টার পর বাড়ি থেকে এসে দেখি ভিতর থেকে দরজা লাগানো। জোরে ধাক্কা দেওয়ার পর দরজার ছিটকিনি পড়ে গিয়ে দরজার খুলে যায়। দেখি বাসার সব কিছু এলোমেলো। এক পর্যায়ে দেখতে পাই বাসার পশ্চিম পাশের জানালার গ্রিল কাটা। দা দিয়ে কুপিয়ে আলমারির দরজার ভেঙে ফেলা হয়েছে। আলমারিতে রাখা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা চোরের দল নিয়ে গেছে। নষ্ট করা হয়েছে অসংখ্য মূল্যবান জিনিসপত্র। আমরা যে বাড়িতে বেড়াতে গেছি তা দারোয়ান ছাড়া কেউ জানে না। দারোয়ানসহ আশেপাশের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে।’
তিনি আরও জানান, ‘চান্দগাঁও আবাসিক চট্টগ্রামের একটি অভিজাত আবাসিক এলাকা। অথচ ভবন মালিক ও সোসাইটি পক্ষ থেকে এখানে কোন সিসি টিভি ক্যামেরা লাগানো হয়নি। যে কারণে এই আবাসিক এলাকা অরক্ষিত।’
এদিকে খবর পেয়ে চান্দগাঁও থানার একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। তারা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধারের তৎপরতা শুরু করেছেন বলে জানান।
বাংলাধারা/এফএস/এআই













