৩১ অক্টোবর ২০২৫

জানালার বাইরে মাথা বের করায় প্রাণ হারালেন বাসযাত্রী

বাংলাধারা প্রতিবেদন »

সহকর্মীকে ডাকতে গিয়ে বাসের জানালা দিয়ে মাথা বের করায় চট্টগ্রামে প্রাণ হারালেন এক পোশাক শ্রমিক।

নিহত শ্রমিকের নাম মোজাম্মেল হক (২৬) পটিয়া উপজেলার কৈয়া গ্রামের ওসমান গণির ছেলে। তিনি কর্ণফুলীর খোয়াজ নগরের আজিমপাড়া এলাকায় বেলামি টেক্সটাইল লিমিটেডের শ্রমিক।

শনিবার রাতে কর্ণফুলী উপজেলার খোয়াজ নগর সৈন্যার টেক এলাকায় এঘটনা ঘটে বলে কর্ণফুলী থানার এসআই গোলাম কিবরিয়া জানিয়েছেন।

তিনি জানান, “বাসের ভেতর থেকে মাথা বের করে সহকর্মীর সঙ্গে কথা বলার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত পেলে মোজাম্মেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

নিহতের মামাত ভাই আব্দুল কাদের জানান, “রাত ১১টায় ছুটি শেষে অফিসের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল। বাস ছেড়ে দেওয়ায় মোজাম্মেল জানালা দিয়ে মাথা বের করে তার এক সহকর্মীকে ডাকার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত পায়।”

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন