বাংলাধারা ডেস্ক »
মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের প্রথম পর্বের কোভিড-১৯ টিকা আগামী জানুয়ারি নাগাদ জরুরি ব্যবহারের জন্য পাওয়া যেতে পারে। কোম্পানিটির জনস্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান রাক্স্যান্ড্রা দ্রাঘিয়া-আকলি বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এক উপস্থাপনায় এ কথা বলেছেন। গতকাল সোমবার বিজনেস টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
জনসন অ্যান্ড জনসনের সম্ভাব্য টিকাটির নাম ‘জ্যানসেন’। অন্য টিকা দুই ডোজ প্রয়োজন হলেও জনসন অ্যান্ড জনসনের টিকার মাত্র এক ডোজ প্রয়োজন হবে।
আরো বলা হয়, তাদের বড় আকারের টিকা পরীক্ষা আবার শুরু হচ্ছে। গত ২৩ সেপ্টেম্বর জনসন অ্যান্ড জনসনের টিকার পরীক্ষা শুরু হয়। আটটি দেশের ৬০ হাজার মানুষকে এই পরীক্ষায় অন্তর্ভুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ টিকার পরীক্ষার প্রাথমিক ফল পাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি।
এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় জনসন অ্যান্ড জনসন ১২ অক্টোবর তাদের টিকা পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায়। তবে ওই ব্যক্তি কেন অসুস্থ হয়েছিলেন, তা জানা যায়নি।
বাংলাধারা/এফএস/ওএস/এআর













