২৩ অক্টোবর ২০২৫

জামায়াতকে দেশের সবচেয়ে দেশপ্রেমিক দল দাবি করেছেন – মাওলানা শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামিকে দেশের সবচেয়ে মজলুম ও দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা শাহজাহান। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মিরসরাইয়ের মিঠাছরা বাজারের শাশা কমিউনিটি সেন্টারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যারা জান-মালের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে তারা দেশপ্রেমিক নয়। যারা ফাঁসির মঞ্চেও হাসিমুখে জীবন উৎসর্গ করেছে, তারাই প্রকৃত দেশপ্রেমিক।”

তিনি আরও বলেন, “যারা জামায়াতে ইসলামীকে ধ্বংস করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে, বরং আজ তাদেরই দেশ ছেড়ে পালাতে হচ্ছে।”

মাওলানা শাহজাহান নির্বাচনী পরিবেশ নিয়ে বলেন, “আগামী নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ছড়ানোর পথ ও সন্ত্রাস বন্ধ করতে হবে।”

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন আসন পরিচালক অধ্যক্ষ নুর নবীর সভাপতিত্বে এবং মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবিরের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও জামায়াতে ইসলাম মনোনীত চট্টগ্রামে ১ আসনের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নুরুল করিম, ছাত্রশিবির মিরসরাই উপজেলা সভাপতি সাকিব হোসাইন প্রমুখ।

আরও পড়ুন