বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় নিখোঁজের তিনদিন পর নালা থেকে প্রথম শ্রেণির শিক্ষার্থী মারজানা হক বর্ষার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে জামালখান এলাকার শিকদার হোটেলের পিছনের একটি নালায় বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়। বর্ষা জামালখান কুসুমকুমারী স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, গত ২৪ তারিখ শিশু মারজানা হক বর্ষা নিখোঁজ হয়। তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিল। আজ বিকেলে নালায় বস্তাবন্দি মরদেহ দেখে স্বজনরা থানায় খবর দেয়। আমাদের টিম গিয়ে তা উদ্ধার করেছে।
তিনি আরও জানান, বর্ষার লাশ সিআইডির ফরেনসিক এক্সপার্টরা সেম্পল কালেকশন শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এরপর লাশ হস্তান্তর করা হবে।
শিশু বর্ষার স্বজনরা জানান, সে ২৪ তারিখ ২০ টাকা নিয়ে বিস্কুট কিনতে বের হয়েছিল বাসা থেকে। এরপর স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে পাননি। থানায় ডায়েরি করার পাশাপাশি তারা রাস্তায় মাইকিং করেছেন। সন্দেহ থেকে তারা জামালখানের সবগুলো নালা-দর্মমায় খুঁজতে গিয়ে বিকেলে বস্তাবন্দী লাশ পেয়ে পুলিশকে খবর দেন।













