২৯ অক্টোবর ২০২৫

জাম পাড়তে বাধা দেয়ায় তিন নারীকে মারধর, গ্রেফতার ১

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের জোড়বটতল এলাকায় গাছ থেকে জাম পাড়তে নিষেধ করায় তিন নারীকে পিটিয়ে আহত করেছে কয়েকজন ব্যক্তি। তাদের মধ্যে আমিন সওদাগর (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পলাতক দুই আসামি হলো— গ্রেফতার আমিন সওদাগরের ছেলে তৌহিদুল আলম (৩২) আলমগীর হোসেন(৩৫)

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বাঁশবাড়িয়া ইউনিয়নের জোড়বটতল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন— প্রবাসী যোগেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী শ্রীমতি রানী দাস (৩০), মিলন চন্দ্র দাসের স্ত্রী অঞ্জনা রানী দাস (৩২) ও কৃষ্ণ চন্দ্র দাসের স্ত্রী রীমা রানী দাস (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে, আহতদের চিকিৎসা শেষে মামলা করতে পরাপর্শ দেয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে মামলা হলে সকালে এক আসামিকে আটক করা হয়েছে, বাকিদের ধরার চেষ্টা চলছে বলে তিনি জানান।

আরও পড়ুন