বাংলাধারা প্রতিবেদন »
বন্দরের কনটেইনার জট নিরসনে বন্দর ব্যবহারকারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জরুরি সভায় বন্দর চেয়ারম্যানের বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বন্দর স্বাস্থ্য কর্মকর্তাকে চিঠি দিয়ে জাহাজ পরিদর্শন নিশ্চিত করার নির্দেশ দেন।
জানা যায়, ওই জরুরি চিঠিতে করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম সমুদ্র বন্দরে আসা সব জাহাজ ও বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোর নিয়মিত পরিদর্শন আরও জোরদার করতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতাহার হোসেন বলেন, বন্দরের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম মেডিক্যাল টিমের কাজের সুবিধার্থে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেবেন বলে জানিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মহোদয়ও প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংযুক্তিতে পদায়ন করেছেন। এখন আমরা করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম সমুদ্র বন্দরে আসা সব জাহাজ ও বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোর নিয়মিত পরিদর্শন আরও জোরদার করবো।
বাংলাধারা/এফএস/টিএম













