বাংলাধারা ডেস্ক »
চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে নায়িকা মৌসুমীকে হয়রানি, বিরক্ত করার পাশাপাশি সংসার ভাঙার কৌশলের অভিযোগ করেছেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি।
রবিবার (১১ জুন) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এই অভিযোগ জানিয়েছেন তিনি।
সেখানে ওমর সানি একই অভিযোগ অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের কাছে জানিয়েও সমাধান পাননি বলে উল্লেখ করেছেন।
এমন অভিযোগ প্রসঙ্গে মনোয়ার হোসেন ডিপজল কথা হয় একটি স্যাটেলাইট টেলিভিশনের সাথে। সে সময় ডিপজল বলেন, ‘মৌসুমীর সঙ্গে আমার কথা হয়েছে, সে সরাসরি একটা কথাই বলেছে… মৌসুমী যা বলছে সেটা বিতর্কের কিছু নেই, বলারও কিছু নেই। মৌসুমীরটা সে নিজে বলবে…।’
এমন একটা বিষয় আপনাকে জানানোর পরও কেন সমাধান করা গেল না, এমন প্রশ্নে ডিপজলের উত্তর, ‘মৌসুমী আমাকে স্পষ্ট বলছে জায়েদ আমার ছোট ভাই লাগে, অবশ্যই জায়েদ ছোট ভাই… মৌসুমীর লগে কিভাবে… কথা বা… ওই টাইপের কথা হওয়ার কথা না…। ব্যক্তি মৌসুমী একটা জায়গায় চলে গেছে…। এটা আমার কথা, মৌসুমীরও কথা।’













