২৫ অক্টোবর ২০২৫

জিনবোধি ভিক্ষু লাঞ্ছনায় ‘বুড্ডিস্ট স্টুডেন্টস্ এসোসিয়েশন’র নিন্দা

একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুকে শারীরিকভাবে লাঞ্চিত ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ-ইউনিভার্সিটি বুড্ডিস্ট স্টুডেন্টস্ এসোসিয়েশন।

এই ঘটনার প্রতিবাদে শনিবার (৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানবন্ধন করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ বৌদ্ধ নর-নারী এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ ভিক্ষুরা।

মানবববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলা চট্টগ্রাম বৌদ্ধ বিহারের জন্য কলঙ্কিত অধ্যায় বলে মনে করছে বৌদ্ধ সমাজ। একজন প্রাজ্ঞ মানুষের ওপর হামলা ভিক্ষু সমাজের জন্য লজ্জা ও অপমানজনক। জিনবোধি বৌদ্ধ সমাজের প্রতিনিধিত্ব করেন, তাঁর ওপর হামলা আর বৌদ্ধ সমাজের ওপর হামলা একই কথা। অবিলম্বে এ হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি চাই।’

প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ-ইউনিভার্সিটি বুড্ডিস্ট স্টুডেন্টস্ এসোসিয়েশান’র সভাপতি বাবু সুজন বড়ুয়া, সহ-সভাপতি শিক্ষক মিঠুন বড়ুয়া, ভিক্ষু নিরোধানন্দ, পিয়েল, আকাশ, জয়, সৌগত, লিংকন, জুয়েল, জিকু, জিতু, সাথী, সমীর, প্রাঙ্গন, রুদ্র, দীপ্ত, জনি, শিমুল, মিল্টন, জাপান, বিজন, লিকু,অর্জন, সপু, জীবন, সজীব, সৌমিত, সুকান্তসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন