সীতাকুণ্ড প্রতিনিধি »
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরাস্থ জিপিএইচ ইস্পাত কারখানায় লোহা কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রঞ্জিতদাস (৩০) নামে এক কাটারম্যান নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রঞ্জিত দাশ সীতাকুণ্ড থানার জেলেপাড়ার কুমিরা ঘাটঘর এলাকার শ্রীদাম দাসের ছেলে।
সীতাকুণ্ড সার্কেল এএসপি আশরাফুল আলম জানায়, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় রঞ্জিত দাশ নামে এক শ্রমিক আজ দুপুর সাড়ে ১২টার দিকে নিহত হয়েছে বলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে দেখেন নিহতের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চেয়ে কারখানার জনসংযোগ কর্মকর্তার সাথে যোগাযোগ করতে কয়েকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।













