২৬ অক্টোবর ২০২৫

‘জিয়া স্মৃতি জাদুঘরের’ নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর এর নাম পরিবর্তন করে মহান মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নামকরণ করার দাবিতে মুজিব প্রজন্ম কেন্দ্রীয় সংসদ এর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

শুক্রবার (৪ জুন) বিকেল নগরীর প্রেসক্লাব প্রাঙ্গনে সংগঠনের সভাপতি সুফিয়ান সিদ্দিকি নিলয় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী তারেক আহমেদের সঞ্চালনায় এই মানববন্ধন হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনা, জহুর আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক সরফুদ্দিন আহমেদ চৌধুরী রাজু, ছাত্রলীগের সাবেক সদস্য আলী রেজা পিন্টু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবু সাঈদ সুমন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য কাজী রাজেশ ইমরান, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সম্পাদক অনুপম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আরাফাত মান্নান ঝিনুক, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের সদস্য জয়নুদ্দীন আহমেদ জয়, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি একরামুল হক রাসেল, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনিরাজ, সাঈদ রহিম, আবু মোরশেদ, হাবীব মিয়া, ৪১নং ওয়ার্ড যুবলীগ নেতা রানা কবির, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনছুর টিটু, সহ সম্পাদক সাব্বির সাকির, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম টিটু।

উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, চকবাজার থানা শ্রমিক লীগের সভাপতি আরিফ উদ্দীন, কোতোয়ালী থানা শ্রমিক লীগ সভাপতি মো. হাসান, যুবলীগ নেতা নুরে আলম, খুলশী থানা শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন ইসমাইল সাজু, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মো. মাসুদুর রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক আরাফাত জাহেদ অনিক, চান্দগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ বাবু, কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা আবু সালেহ মো. ফয়সাল, জয় চক্রবর্তী, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মঈনুল আবেদীন রনি, শামিল চৌধুরী, মহসিন কলেজ ছাত্রলীগের সদস্য মো. দেলোয়ার হোসেন,চৌধুরী শোয়েব, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা মো. সরওয়ার্দী জুয়েল, মো. রাব্বি, আই.আই. ইউ.সি ছাত্রলীগ নেতা ওয়াজেদুর রহমান শরিফ, ছাত্রলীগ নেতা পার্থ দাশ, শহীদ উদ্দিন ফয়সাল, সাঈদ তুহিন প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন