৩ নভেম্বর ২০২৫

জিরি মাদ্রাসার মুহতামিম শাহ তৈয়বের ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

পটিয়া প্রতিনিধি »

দক্ষিণ চট্টগ্রামে পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহ মোহাম্মদ তৈয়ব (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেলে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ হুবাইব।

জানা গেছে, দেশের অন্যতম শীর্ষ এই আলেম রমাযানুল মোবারকের শেষ দশকের এতেকাফ শেষে অসুস্থতা বোধ করলে তাঁকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি নাতনী এবং হাজারো শাগরীদ, মুরীদান ও ভক্ত রেখে গেছেন। আল্লমা মুফতি নুরুল হক (রহ.) এরপর ইন্তেকালের পর থেকে প্রায় ৩৬ বছর তিনি মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন।

সোমবার (২৫ মে) সকাল ৯ টায় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে জিরি মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান।

জিরি মাদরাসা মাঠে জানাজার নামাজে ইমামতি করেছেন হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও সহকারী পরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

জানাজায় উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ড. আফম খালিদ হোসেন, শায়খুল হাদিস মাওলানা মুছা সাহেব, আল্লামা শাহ জমির উদ্দীন নানুপুরী (রহ.) এর সাহেবজাদা মাওলানা হেলাল উদ্দীনসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

জানাজা পুর্ব মাদরাসার জামে মসজিদে আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব হুজুর মজলিশে শুরার সিদ্ধান্তক্রমে মরহুম হুজুরের মেঝ সাহেবজাদা মাওলানা হাফেজ মুহাম্মদ খোবাইব সাহেবকে জিরি মাদরাসার নতুন মুহতামিম হিসেবে নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, রবিবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নামাজের সেজদারত অবস্থায় বার্ধক্য জনিত এবং ব্লাড প্রেসার লো হয়ে এদেশের শীর্ষ আলেম ও মুরুব্বী আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব সাহেব হুজুর ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন।

আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব সাহেবর ইন্তেকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, হুইপ ও পটিয়ার এমপি শামসুল হক চৌধুরী, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি , ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংসদের আগামী অধিবেশনে হুজুরের ইন্তেকালে শোক প্রস্তাব আনা হবে বলেও টেলিফোনে জানানো হয়েছে।

শোক বার্তায় জানান, দেশের সকল ক্রান্তিলগ্নে মাওলানা শাহ তৈয়বের ভুমিকা নীতি আদর্শের প্রশ্নে ছিল অবিচল। তার ইন্তেকালে ইসলামপ্রিয় জনগণের যে অপূরণীয় ক্ষতি হলো, তা সহজে পূরণ হবার নয়। প্রখ্যাত আলেমেদীন ও বরেণ্য বুজুর্গ আল্লামা শাহ মুহাম্মদ তৈয়্যব সকলের প্রিয় ও শ্রদ্ধেয় একজন মানুষ ছিলেন। তিনি উপমহাদেশে একজন মুহাক্কিক আলেম ও মুহাদ্দিস হিসাবে প্রসিদ্ধ ছিলেন। বর্তমানে তাঁর মত যোগ্য ও বিচক্ষণ ও প্রথিতযশা আলেমেদীনের বড়ই প্রয়োজন ছিল।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন