বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম- ৮ আসনে উপ নির্বাচনকে ঘিরে বোয়ালখালীতে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। হাট-বাজার, অলিতে-গলিতে এমনকি চায়ের দোকানেও বইছে নির্বাচনী হাওয়া। কে আসছেন বাদলের এ শূন্য আসনে।
এই উপ নির্বাচনে জাতীয় পার্টি থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে আপিল শুনানী শেষে দুপুরে মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে আগামী ১৩ জানুয়ারি। মোট চার লাখ ৭৫ হাজার ৯৮৮ জন ভোটার ১৮৯টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আগে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদ। দলীয় নেতাকে বিজয়ের লক্ষ্যে ঘর গোচাতে শুরু করেছেন তৃণমুলের নেতা কর্মীরা।
অন্যদিকে বিএনপি’র মনোনয়নে প্রার্থী হন দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান। এখনো সক্রিয় হয়ে মাঠে নামেনি বিএনপি নেতা কর্মীরা। তবে বিএনপি থেকে সরে আসা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোরশেদ খান স্বতন্ত্রপ্রার্থী হওয়ার বাসনায় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষতক তা জমা দেননি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













