বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু।
রোববার (২২ ডিসেম্বর) বাবলু তার মনোনয়পত্র প্রত্যাহার করে নেন। আজ উপ-নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।
জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছিল এবং দলের নির্দেশেই আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। আগামী ২৮ ডিসেম্বর দলের সম্মেলন অনুষ্ঠিত হবে। দল সম্মেলন নিয়ে ব্যস্ত থাকবে। তাই চেয়ারম্যানের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করেছি।’
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে আট প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তারা হলেন আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমেদ, বিএনপির আবু সুফিয়ান, জাতীয় পার্টির জিয়া উদ্দিন আহমেদ বাবলু, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আবুল কালাম আজাদ, ন্যাপের বাপন দাশ গুপ্ত, গণফোরামের উত্তম কুমার চৌধুরী, ইসলামিক ফ্রন্টের ফরিদুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক।
বাংলাধারা/এফএস/টিএম













