ভা লো আ ছি
অস্থি মজ্জায় চেপে বসা কষ্ট
দীর্ঘ নিস্বাসের সাথে বেরিয়ে আসে
ছোট্ট একটা উচ্চারন হয়ে -ওহ্ ।
পথ চলতে গিয়ে আমরা হঠাৎ থেমে যাই-
প্রশ্নের উত্তরে পাথর চাপা বুকের পাঁজরের ভাজে
মুখ লুকিয়ে বলি ভালো আছি ।
ভালো থাকা না থাকার মাঝে
জীবনের কিছু আসে যায় না।
ভালো না থাকলেও বেঁচে থাকতে হয় ।
বেঁচে থাকার অর্থবহ উচ্চারন
ভালোথাকা নয় ।
স্বপ্ন মানুষকে প্রতারিত করে বলেই
আমৃত্যু বুক ফাটা আর্তনাদ নিয়ে মানুষ ভালো থাকে।
স্বপ্ন হারা মানুষের মিছিলে
ভালো থাকার শ্লোগান শোনা যায় না।
নি-শ্বেসিত জীবনের কাছে
ভালো থাকা মানে-
বঞ্ছনা আর গ্লানি নিয়ে বেঁচে থাকা।
জীবন ঘনিষ্ঠ কষ্টের কাছে
অর্থবহ পরিণতির নাম মৃত্যু।
এমন নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়েও
জীবনের কাছে-
বেঁচে থাকার আকুতি প্রবল হয়
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসেও সে বলে
ভা লো আ ছি ।