২৬ অক্টোবর ২০২৫

জুঁইদন্ডীতে দলীয় মনোনয়ন ফরম নিলেন মাস্টার ইদ্রিছ

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাস্টার মোহাম্মদ ইদ্রিস।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক জসীম উদ্দিনসহ আরও অনেকে।

সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলায় দীর্ঘ ১০ বছর পর উচ্চ আদালতের নির্দেশে জুঁইদন্ডী ইউনিয়নের নির্বাচনের তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী ৩১ জানুয়ারি জুঁইদন্ডী ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মাস্টার মোহাম্মদ ইদ্রিছ বলেন, ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশনায় দীর্ঘ ১০ বছর মামলা পরিচালনার পর উচ্চ আদালত নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন। জু্ঁইদন্ডী ইউনিয়নের জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে দলীয় ফরম সংগ্রহ করলাম। আমি সকলের দোয়া কামনা করছি।

আরও পড়ুন