৩১ অক্টোবর ২০২৫

জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৭

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ফিরিঙ্গীবাজার এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে প্রায় ১৭ হাজার নগদ টাকাসহ ৭ জনকে  গ্রেফতার করেছে কোতোয়ালী থানাপুলিশ। উদ্ধার করা হয়েছে জুয়ার বিভিন্ন সরঞ্জাম।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ টাকা, জুয়ার বিভিন্ন সরঞ্জামসহ এই ৭ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মোসলেম উদ্দিন (৫০), মো. নুরু (৩৮), মো. আল আমিন (২৮), মো. ইউনুস (৪০), মো. মনির হোসেন (৪৮), মো. ফরহাদ (৪২) ও মো. জসিম উদ্দিন (৪২)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন অভিযান এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোতোয়ালী থানা এলাকার ফিরিঙ্গীবাজার এয়াকুবনগর লইট্যাঘাটার আব্দুর রাজ্জাক দোভাষ কলোনির মনিরের ভাড়া বাসাতে বসেই এসব জুয়াড়িরা তাসের মাধ্যমে জুয়া খেলছিল।

ওসি মোহাম্মদ মহসিন আরও জানান, দীর্ঘদিন ধরে কোতোয়ালীসহ বিভিন্ন এলাকায় জুয়া খেলে আসছিল বলে গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে স্বীকার করে গ্রেফতারকৃতরা ।

কোতোয়ালী থানা সূত্র জানায়, গ্রেফতার পরবর্তী ৭ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের কাছে উপস্থাপন করা হবে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন