৪ নভেম্বর ২০২৫

জুয়া খেলার সরঞ্জামসহ ১৪ জুয়াড়ি গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে সিএমপির গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।

বুধবার (১৫ মার্চ) রাতে অভিযান চালিয়ে সানোয়ারা আবাসিকের মক্কা গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো— মো. জসীম উদ্দীন (২৮), মো. হুমায়ুন (৩৬), মো.আবুল কালাম (৩২), মোহাম্মদ নাসির (৩২), মো. বাদশা (২৮), মো.জামাল (৪৮), মো.কামাল হোসেন (৩০), মো. শওকত আলী (২৯), মোহাম্মদ জাহিদ (২৪), মো. বাদশা (৪৪), মো. নবীর উদ্দিন (৪৩), মো. ইসমাইল (৪৮), মো. বখতিয়ার (৪৫) ও মো. ফজলুর রহমান (৫০)।

সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মৌলভী পুকুরপাড় সানোয়ারা আবাসিকের মক্কা গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম তাসের বান্ডিল এবং নগদ ১৩ হাজার ৮০ টাকাসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন