২৯ অক্টোবর ২০২৫

জুলাইয়ের ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার ২

জুলাইয়ের ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা এলাকার আওয়ামী লীগ নেতা মো. সিরাজ (৪৩) এবং নগরের বাকলিয়া থানাধীন রাহাত্তরপুল এলাকার মো. রবিন (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, গেলো বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই মামলার অন্যতম অভিযুক্ত।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলায় দুজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন