২৪ অক্টোবর ২০২৫

জুলাইয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি

আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, “সরকার ঘোষিত সময় ধরে রেখে জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে।”

কমিশনার আরও জানান, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি। পাশাপাশি, তফসিল ঘোষণার আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন