বাংলাধারা প্রতিবেদন »
করোনা মোকাবেলায় যারা খাদ্য সহায়তা হিসেবে শাক-সবজি দিচ্ছেন তাদেরকে বাজার থেকে এসব পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে মাঠে গিয়ে কেনার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (১৯ এপ্রিল) সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলাধারাকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে হাটহাজারী উপজেলার এক কৃষক বেগুনের দাম চায় কেজি প্রতি ২০ টাকা। মিডেলম্যানরা সে বেগুন কেজি প্রতি ১০ টাকা দিয়ে কিনতে চাইলে কৃষক অপারগতা প্রকাশ করলে কৃষকের উপর হামলা চালানোর ঘটনা ঘটে।
গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ইউএনও’র নজরে আসে। পরে ইউনিয়ন পরিষদে কৃষক, অভিযুক্ত, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং ইজাদারের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। কৃষকের দাবি, তিনি হামলার কারণে কোন মামলা করবেন না। তিনি চান শান্তিপূর্ণভাবে বাজারে ব্যবসা করতে। বিষয়টি আমলে নিয়ে হামলাকারীকে আটক করে এবং মুচলেকা নেয় উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের দাবি, বাজারে কৃষক তার পণ্য কত দামে বেচবেন সেই এখতিয়ার তার। তাছাড়া বাজারে আর কোন কৃষকের প্রতি যেন কোনরকম জুলুম না হয় হাটহাজারীর সকল ইয়াজারাদারের প্রতি নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলাধারাকে জানান, কৃষক মাঠে অনেক পরিশ্রম করে ফসল ফলান। বাজারে কৃষক তার পণ্য কত দামে বেচবেন সেই এখতিয়ার তার কিন্তু তাই বলে এই পরিশ্রমী কৃষকদের উপর হামলা, জুলুম, অত্যাচার হবে এটা মোটেও মেনে নেয়া যায় না। আর কোন কৃষকের উপর যাতে জুলুম, অত্যাচার না হয় সেজন্য সকল ইয়াজাদারদের নির্দেশনা দিয়েছি। পাশাপাশি যারা খাদ্য সহায়তা হিসেবে শাক-সবজি দিচ্ছেন তাদেরকে বাজার থেকে এসব পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে মাঠে গিয়ে কেনার আহ্বান জানিয়েছি।
বাংলাধারা/এফএস/টিএম












