৮ নভেম্বর ২০২৫

জুয়ার টাকা জোগান দিতে শিশু সন্তানকে বিক্রি

হাটহাজারী প্রতিনিধি »

চট্টগ্রামের হাটহাজারীতে জুয়ার টাকা জোগান দিতে মাসুদ নামে দেড় মাস বয়সী সন্তানকে বিক্রি করার অভিযোগ উঠছে পিতা হুমায়ুনের (৩৫) বিরুদ্ধে।

বুধবার (১৪ ডিসেম্বর) পৌরসভার ৪নং ওয়ার্ড আলীপুর গ্রামে মদিনা আবাসিকে পিছনে আবুল কাশেমের কলোনীতে এই ঘটনা ঘটে। পিতা হুমায়ুন একজন ভাঙ্গারী ব্যবসায়ী ও পেশাদার জুয়াড়ি।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার হওয়ার পর বৃহস্পতিবার সকালে পিতা হুমায়ুনের চাচা ও পরিবারের লোকজন শিশু সন্তানকে উদ্ধার করেন।

পরিবার ও পার্শ্ববর্তী লোকজন জানান, গত বুধবার সকালে শিশুটির মা বাথরুমে গেলে পিতা হুমায়ুন রুম থেকে চুরি করে নিয়ে যায়। পরে মা বাথরুম থেকে এসে সন্তানকে না দেখে চিৎকার করতে থাকলে কলোনীর লোকজন ছুটে এসে দেখতে পায়- দেড় মাসের শিশু সন্তান কোথাও দেখছেন না। পরে খুঁজাখুজির পর জানতে পারে, মাদকাসক্ত স্বামী জুয়ার টাকা জোগান দিতে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে তার শিশু সন্তানকে বিক্রি করে দেয়। পরে পিতা হুমায়ুনের চাচা ও পরিবারের লোকজন গিয়ে বৃহস্পতিবার সকালে টাকা ফেরত দিয়ে শিশুটিকে উদ্ধার করে।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন সবুজ জানান, বিষয়টি সম্পর্কে আমাদেরকে ভিকটিম বা কেউ অবহিত করেনি। গণমাধ্যম ভাইদের নিকট জানতে পেরেছি। যদি কেউ অভিযোগ করে, তাহলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন