২৩ অক্টোবর ২০২৫

জেদ্দা যাবার পথে চট্টগ্রাম বিমানবন্দরে রোহিঙ্গা গ্রেফতার

ফ্লাইট

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে জেদ্দা যাবার পথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার আসাদ উল্লাহ (৩৩) উখিয়া থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প থাকতেন।

নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) নিহাদ আদনান তাইয়ান জানান, আসাদ উল্লাহ উখিয়া থানার একটি হত্যা মামলার আসামি। তিনি জেদ্দা পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন।

সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে জেদ্দা যেতে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।

আসাদের কাছে পাওয়া বাংলাদেশি পাসপোর্ট জব্দের কথাও জানান ওই পুলিশ কর্মকর্তা। সূত্র : বিডিনিউজ

আরও পড়ুন