বাংলাধারা ডেস্ক »
নিজের জীবন তুচ্ছ করে নিঃশ্বাস নেয়ার সুযোগ করে দিয়েছিলেন ছেলেকে। শ্বাস নেয়ার সুযোগ পেয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে অবশেষে ফিরে এসেছেন শিমুল পাল। আর পরপারে চলে গেছেন মা। সিনেমার কাহিনীর মতো শোনালেও এমন ঘটনা এই চট্টগ্রামে।
জুলাই মাসের মাঝামাঝিতে করোনা আক্রান্ত হয়ে শিমুল পাল এবং তার মা প্রভা রানী পাল দুজনেই চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে।
এরমধ্যে ২৭ জুলাই ছেলে শিমুল পালের অবস্থা যখন সংকটাপন্ন তখন ছেলের জন্যই স্বেচ্ছায় নিজের আইসিইউ ছেড়ে দিয়েছিলেন তার মা। ঘণ্টাখানেক পরে ঢলে পড়েন মৃত্যুর কোলে। এ যেন ছেলের জন্য মায়ের আত্মত্যাগ। নতুন জীবন পাওয়া শিমুল এখন অনেকটাই সুস্থ। ২০ দিন পর সোমবার দুপুরে জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ড থেকে তাকে নেয়া হয় হাসপাতালের সাধারণ ওয়ার্ডে।
চিকিৎসকরা জানিয়েছেন, আরও দু-একদিন পর্যবেক্ষণের পরই বাড়ি ফিরে যেতে পারেন শিমুল পাল। যদিও এখনও তার অক্সিজেন প্রয়োজন হচ্ছে। তবে শিমুল পাল অনেকটাই শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও কোভিড ফোকাল পার্সন ডা. আবদুর রব মাসুম বলেন, ‘শুরুর দিকে দিনে প্রায় একশ’ লিটার পর্যন্ত অক্সিজেনও দিতে হয়েছে তাকে। তবে ধীরে ধীরে সে এখন অনেকটাই সুস্থ। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৭ থেকে ১০০ এর মধ্যেই আছে। সাধারণ ওয়ার্ডে পর্যবেক্ষণের পর আশা করছি দু-একদিনের মধ্যেই বাসায় ফিরে যেতে পারেন শিমুল পাল।’
বাংলাধারা/এফএস/এআই













