৯ নভেম্বর ২০২৫

জেলা পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন বোরহান

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে (হাতি প্রতীকে) ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান। তার প্রতিদ্বন্দ্বি মো. ইউনুছ (তালা প্রতীকে) পেয়েছেন ৪৪ ভোট।

সোমবার (১৭ আগস্ট) বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রের ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার মো. গোলাম রহমান চৌধুরী ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১২৭ জন। ১২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফলে বেসরকারি ভাবে ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান।

এছাড়া চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম (আনারস) প্রতীকে পেয়েছেন ১১৬ ভোট ও নারায়ণ রক্ষিত (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ৭ ভোট।

সংরক্ষিত মহিলা সদস্য পদে জগদা চৌধুরী (দোয়াত কলম) পেয়েছেন ৬৬ ভোট, তাহমিনা আকতার চৌধুরী (হরিণ) প্রতীকে ২২ ভোট ও মোস্তফা রাহিলা চৌধুরী (ফুটবল) প্রতীকে ৩৪ ভোট পেয়েছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ