২৫ অক্টোবর ২০২৫

জেলা প্রশাসনের সহায়তায় শীতার্তদের পাশে মাটিরাঙ্গা প্রেসক্লাব

খাগড়াছড়ি প্রতিনিধি »

মাঘের শেষে সারা দেশের ন্যায় পাহাড়ে হিমেল হাওয়া ও তীব্র শীত হতদরিদ্র মানুষদের যখন অসহায় করে তুলেছে তখন এ সব শীতার্ত মানুষদের শীতের কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছেন মাটিরাঙ্গা প্রেসক্লাব।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সহযোগিতায় শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিলেন মাটিরাঙ্গা প্রেসক্লাব।

শনিবার (৬ফেব্রুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দুই শতাধিক অসহায় হতদরিদ্র ও দুস্থদের মাঝে মানবিক সহায়তায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন মাটিরাঙ্গা প্রেসক্লাব।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্হিত ছিলেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো:মুজিবুর রহমান ভূইঁয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক সাগর চক্রবর্তী কমল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অন্তর মাহমুদ, সাংবাদিক মে:আবুল হাশেম, সাংবাদিক কমল কৃষ্ণ দে প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন- মাঘের কনকনে শীতে যখন মানুষ অসহায় হয়ে পড়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাটিরাঙ্গা প্রেসক্লাবকে দুই শতাধিক কম্বল অসহায় গরিবদের মাঝে বিতরনের জন্য মাটিরাঙ্গা প্রেসক্লাবকে সহযোগিতায় করেন।

প্রেসক্লাবের সদস্যরা বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি অসহায় শীতার্তদের পাশে থাকেন তাহলে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন