৮ নভেম্বর ২০২৫

জেসিআই চট্টগ্রাম’র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাধারা ডেস্ক »

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর আঞ্চলিক অধ্যায় জেসিআই চট্টগ্রাম’র ২০২২ সালের দ্বিতীয় সাধারণ সভা (জিএমএম) ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) জেসিআই চট্টগ্রাম কসমপলিটনের প্রাক্তন ও বর্তমান প্রেসিডন্টস, এক্সিকিউটিভ মেম্বারস এবং জেনারেল মেম্বারসদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

একই সঙ্গে উপস্হিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ও জেসিআই চট্টগ্রামের ফাউন্ডার প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট এবং তিনি সকল মেম্বারদের উদ্দেশ্যে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া চারটি প্রতিষ্ঠানের সঙ্গে জেসিআই চট্টগ্রামের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সংগঠনটি থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও তারা সফলভাবে সদস্যদের নিয়ে দ্বিতীয় সাধারণ সভা সম্পন্ন করেছে। এই আয়োজনের মাধ্যমে মূলত চলতি বছরের নানা কর্মকাণ্ড ও বাজেট পর্যালোচনা করা হয়েছে।জেসিআই চট্টগ্রামের এক্সিকিউটিভ কমিটি তাদের সামনের দিনগুলোর কর্ম পরিকল্পনা পরিবেশন করে। এছাড়াও ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট এবং জেসিআই চট্টগ্রামের প্রেসিডন্ট শান সাহেদ, জেসিআই চট্টগ্রামের প্রতি আন্তরিক সংযুক্ততা ও অবদানের জন্য যোগ্য সদস্যদের ক্রেস্টের মাধ্যমে স্বীকৃতি জানান।

তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গুলাও উপস্থাপন করেন চট্টগ্রামের বর্তমান প্রেসিডেন্ট শান সাহেদ। জেসিআই চট্টগ্রামের ২০২২ প্রেসিডেন্ট শান সাহেদ সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই চট্টগ্রাম এর প্রাক্তন প্রেসিডেন্ট রাইসুল উদ্দিন সৈকত, শিহাব মালেক, জসিম আহমেদ, মাশফিক আহমেদ রুশাদ, টিপু সুলতান সিকদার ও জেসিআই ঢাকা সাউথের বর্তমান প্রেসিডেন্ট স্টিভেন ডি সিলভা।

এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান কমিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো.জালাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট মীর নাসির, আশরাফ বান্টি ও আয়াজ ইসলাম, সেক্রেটারি জেনারেল মো. ইসমাইল মুন্না, ট্রেজারার জুনায়েদ রাহাত, ডিরেক্টের নাহিদ মঈন, সাহাবউদ্দীন চৌধুরী, ওমর আলী, ইমন বড়ুয়া,আবুল হাসনাত সাইহান, বোর্ড মেম্বারসহ প্রায় আশির অধিক সদস্য।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই’র প্রায় ২৭ টির অধিক অরগানাইজেশন কাজ করছে। এর মধ্যে জেসিআই চট্টগ্রাম অন্যতম।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ