বাংলাধারা প্রতিবেদক »
তৃণমূল পর্যায়ের কর্মীদের সাথে মতবিনিময় সভা করছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ছাত্রলীগের কর্মীদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন করেছে ইউনিয়ন ছাত্রলীগ।
দীর্ঘদিন কমিটি না হওয়ায় অনেকটা ঝিমিয়ে পড়েছিল মিরসরাই উপজেলা জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতি। তবে গত বছরের ১১ অক্টোবর নতুন দায়িত্ব পেয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দদের সতেজ করে তুলতে ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভার উদ্যোগ নেয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহেব বিন কামাল অনিক ও সাধারণ সম্পাদক সেফায়েত হোসেন সেফা।
চলতি বছরের ৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ৯টি ওয়ার্ডে মতবিনিময় শেষ করে ইউনিয়ন ছাত্রলীগ। এ সময় সেখানে যোগ দেন উত্তরজেলা, উপজেলার ছাত্রলীগে নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ডস্থ ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, সম্পাদক ও ইউপিসদস্যবৃন্দ।
নির্বাচনকে সামনে রেখে ও ছাত্রলীগের নেতবৃন্দকে সক্রিয় রাখতে ৯ ওয়ার্ডে মতবিনিময় সভা আয়োজনে কথা জানায় জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ।
মতবিনিময় সভা সম্পর্কে জানতে চাইলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহেদ বিন কামাল অনিক বলেন, ছাত্রলীগের রাজনীতি করতে হলে অবশ্যই ছাত্র হতে হবে। আমরা তৃণমূল পর্যায়ে ছাত্রলীগের কর্মীদের কাছে একটি ম্যাসেজ পৌঁছে দিতে চাই, জোরারগঞ্জে ছাত্রলীগের নামে কোনো সন্ত্রাস চলবে না। আমরা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে আমরা কাজ করে যাবো।
সাধারণ সম্পাদক সেফায়েত হোসেন বলেন, তৃণমূলের কর্মীরাই সংগঠনের প্রাণ, তৃণমূলের ছাত্রলীগকে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করতে ওয়ার্ড ছাত্রলীগ ভাইদের সাথে অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে আমারা ১ থেকে ৯ নং ওয়ার্ডে মতবিনিময় সভা সম্পন্ন করেছি।













