৩০ অক্টোবর ২০২৫

জোরারগঞ্জে নৌকায় ভোট চেয়ে আ. লীগের গণসংযোগ

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে মিরসরাই আসনের নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের সমর্থনে গণসংযোগ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

শনিবার সকালে জোরারগঞ্জের ভগবতীপুর এলাকায় অন্যান্য দিনের মতো ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান নেতৃবৃন্দ।

জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে এই গণসংযোগে অংশ নেন ইউনিয়ন আওয়ামী সভাপতি শ্যামল দেওয়ানজী, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, সম্পাদক ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজ সাংগঠনিক সম্পাদক মানারাথ চৌধুরী বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহেদ বিন কামাল অনিক, সাধারণ সম্পাদক সেফায়েত হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছসেবক লীগ ও শ্রমিক লীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী বলেন, এই ইউনিয়ন মিরসরাই উপজেলা নৌকার ইউনিয়ন। নৌকার প্রার্থীকে জিতাতে গণসংযোগ চলমান থাকবে বলে জানান তিনি।

জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, নবীন ও প্রবীণ ভোটারদের কাছে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বিশেষ স্থান দখল করেছেন। এই ইউনিয়নে নৌকার বিজয় সুনিশ্চিত।

আরও পড়ুন