৪ নভেম্বর ২০২৫

জোরারগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ১

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

বুধবার ( ২৫ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম- মোঃ ওমর ফারুক (৩২)। তিনি খাগড়াছড়ি জেলার রামগড় থানার মোঃ ইউনুছের ছেলে।

র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রের মাধ্যমে জানতে পারা যায় যে, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার বারইয়ারহাটে ঢাকা- চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কের পূর্ব পার্শ্বে গ্রীন টাওয়ারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

আটককৃতের দেখানো ও সনাক্তমতে তল্লাশী করে, ৪৯৭ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্দ্বার করে র‍্যাব-৭ । উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ ২৫ হাজার টাকা।

পরবর্তীতে আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল

উল্লেখ্য , গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ