৩ নভেম্বর ২০২৫

জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি

বাংলাধারা প্রতিবেদন »

জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন।

মঙ্গলবার (১৬ জুন) এক টুইটবার্তায় স্বাস্থ্যমন্ত্রী নিজেই এ তথ্য জানান।

টুইটবার্তায় সত্যেন্দর জৈন জানান, গতরাত থেকেই প্রবল জ্বর। আর অক্সিজেনের মাত্রাও হঠাৎ‌ কমে গিয়েছে। আরজিএসএসইচ-এ ভর্তি হয়েছি।

সোমবার (১৫ জুন) দিল্লির করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বৈঠকে যোগ দিয়েছিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রীও।

ফলে স্বাভাবিকভাবে সত্যেন্দ্র জৈনের শরীরে করোনা ধরা পড়লে চিন্তা বাড়বে প্রশাসনে। কোয়ারেন্টিনে যেতে হবে অনেককেই।

১০ জুন ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যাকে ছাপিয়ে যায় রোগমুক্তের সংখ্যা। সেই ইতিবাচক প্রবণতা এখনও চলছে। সোমবার আরও এক মাইলফলক ছুঁয়েছে ভারত। দেশের মোট আক্রান্তের মধ্যে ৫১ শতাংশই সুস্থ।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের মতে, ভারতে এখন পর্যন্ত ৩ লাখ ৪৩ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ১০ হাজার মানুষের। শনাক্তদের মধ্যে অন্যতম প্রধান হটস্পট দিল্লিতেই আছে ৪০ হাজারের বেশি মানুষ।  

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন