জ্বালানি বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন পেট্রল পাম্প মালিকদের একাংশের সংগঠন পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার (৩ সেপ্টেম্বর) থেকে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণায় অনড় রয়েছে।
জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা এবং জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে গেজেট প্রকাশের দাবিতে ধর্মঘটের ডাক দেয় পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান রতন বলেন, তিন দফা দাবির বিষয়ে শনিবার জ্বালানি মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে সেখানে মূল দাবি- কমিশন বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা নেই।
রাতে প্রজ্ঞাপন হাতে পেয়েছেন জানিয়ে তিনি বলেন, আমাদের ঘোষিত কর্মসূচি রোববার থেকে চলবে। আগামীকাল এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ধর্মঘটের দাবিতে সারা দেশে সব মালিক তাদের সংগঠনের সঙ্গে আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, কেউ কেউ আমাদের সংগঠনের বাইরেও আছেন।













