৫ নভেম্বর ২০২৫

জ্যামাইকায় খোকার জানাযা অনুষ্ঠিত, বৃহস্পতিবার আসছে মরদেহ

বাংলাধারা প্রতিবেদন »

ক্যানসারে আক্রান্ত ঢাকার সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা, সাদেক হোসেন প্রায় পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে নির্বাসিত ছিলেন। গতকাল সোমবার (৪ নভেম্বর) বেলা দুইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

৬৭ বছর বয়সী খোকার প্রথম জানাজা যুক্তরাষ্ট্রের জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সর্বস্তরের বাংলাদেশি মানুষ অংশ নিয়েছেন। জানাজা শেষে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

আগামী বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছার কথা। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) সকালে সাদেক হোসেন খোকার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে তাঁর পরিবার। বৃহস্পতিবার সকালে তাঁদের ঢাকায় পৌঁছার কথা।

বাংলাধারা/এফএস/টিএম/এসএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ