২৪ অক্টোবর ২০২৫

বাংলাধারার নিউজের জের

টনক নড়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের

জরিমানাসহ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ ইটভাটা

লক্ষ্মীপুরের সদর উপজেলায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে বাংলাধারা’য় ২টি প্রতিবেদনের পর টনক নড়েছে জেলা প্রশাসনের। জেলা প্রশাসনের সহযোগিতায়, পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সদর উপজেলায় ভবানীগঞ্জ ও তেয়ারিগঞ্জ ইউনিয়নে পরিবেশ সুরক্ষায় মোট ২টি অবৈধ ইটভাটায় বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় ২টি ইটভাটাসমূহের পরিবেশ ছাড়পত্র, লাইসেন্স না থাকা এবং ইটের কাঁচামাল হিসেবে কৃষি জমির মাটি সংরক্ষণ করায় মেসার্স ফ্রেন্ডস ব্রিকস ম্যানু:, আধার মানিক, লক্ষ্মীপুর সদর ও মেসার্স রাহাত রাতুল ব্রিকস ম্যানু:,কে ১,৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয় এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় এক্সকাভেটরের সাহায্যে অবৈধ কাঁচা ইট, চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়।

এসময়ে অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদসহ লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক হারুনুর রশিদ পাঠান, মোবাইল কোর্ট পরিদর্শক মোজাম্মেল হোসেন টিপুসহ সদর থানা পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ১টি করে ইউনিট উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন জনস্বার্থে ‘অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন