২৩ অক্টোবর ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মিরাজ-এবাদত

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। গলে সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ায়, এখন সিরিজ জয়ের লড়াইয়ে নামল দুই দল।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসের সময় তিনি জানান, চোটের কারণে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ, আর তার জায়গায় দলে ফিরেছেন ইবাদত হোসেন।

২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ইবাদত। এরপর দীর্ঘ সময় চোটের সঙ্গে লড়াই করে অবশেষে ফিরলেন সাদা পোশাকে।

এছাড়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও ফিরেছেন একাদশে, বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী।

বাংলাদেশ একাদশ:নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, নাহিদ রানা।

অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে অভিষেক হচ্ছে অলরাউন্ডার সোনাল দিনুশার। টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন কুশল মেন্ডিস। একাদশে রাখা হয়েছে দুই পেসার ও দুই স্পিনারকে।

শ্রীলঙ্কা একাদশ:পাতুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো ও আসিতা ফার্নান্ডো।

আরও পড়ুন