১৭ ডিসেম্বর ২০২৫

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, আছেন মুশফিক, ফিরেছেন রিয়াদ ও মিরাজ

বাংলাধারা প্রতিবেদন »

হ্যামস্ট্রিংয়ের চোটে ধুঁকে বিশ্বকাপে বিবর্ণ থাকা মাশরাফি বিন মুর্তজা বিশ্রাম নেবেন কিনা, এই দোলাচল ছিল বৃহস্পতিবার দিন জুড়েই। তবে সব আশংকা উড়িয়ে দিয়ে টস করতে নেমেছেন মাশরাফি। তবে নিজের শেষ বিশ্বকাপ ম্যাচে টসে হেরেছেন তিনি। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধানত নিয়েছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।

জয় দিয়ে শেষের দিকে তাকিয়ে বাংলাদেশ

লর্ডসে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচটিই এবারের বিশ্বকাপে তাদের শেষ। ক্রিকেটতীর্থে খেলার আনন্দকে বিশ্বকাপ শেষের তৃপ্তিতে রূপ দিতে পারে কেবল পাকিস্তানের বিপক্ষে জয়ই। শুক্রবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।

লর্ডসে পা রেখে রোমাঞ্চিত দলের ক্রিকেটাররা। এই উপলক্ষ্যকেই তাড়না বানিয়ে দলকে জয়ের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে দেখতে চান বাংলাদেশ কোচ স্টিভ রোডস।

১৯৯৯ বিশ্বকাপে এই ইংল্যান্ডেই পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ পেয়েছিল প্রথম কোনো টেস্ট দলকে হারানোর অনির্বচনীয় স্বাদ। তবে পাকিস্তানকে আরেকবার হারাতে অপেক্ষা করতে হয়েছে ১৬ বছর!

দীর্ঘ সেই খরার পর এসেছে সাফল্যের আনন্দধারা। দুই দলের সবশেষ চার লড়াইয়েই জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ জিতেছে গত এশিয়া কাপেও। তাদের সামনে বিশ্বকাপেও ধারাবাহিকতা বয়ে আনার চ্যালেঞ্জ।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ