এবারের বিশ্বকাপের আসরে প্রথমদিনের মতো মাঠে নামলো পাকিস্তান। শুরুতেই টস হেরে বাবার আযমের দল পেয়েছেন প্রথম ব্যাটিং। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
ফিল্ডিংয়র সিদ্ধান্তের বিষয়ে এডওয়ার্ডস বলেছেন, ‘উইকেটে বেশ ভালো। আলোর নিচে ব্যাটিং করা সহজ হবে। পিচের সঙ্গে মানিয়ে নেওয়া আমাদের প্রয়োজন।’
পাকিস্তানের একাদশের হয়ে খেলছেন, ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, সৌদ শাকিল, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি।
নেদাল্যান্ডসের একাদশের হয়ে খেলছেন, বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।













