বাংলাধারা প্রতিবেদন »
দিল্লিতে টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজ সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে খেলতে গিয়ে টাইগারদের স্বাস্থ্য কতটা ঝুঁকির সম্মুখে তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী দিল্লি এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর।
গত সপ্তাহে দীপাবলি উৎসবের পর থেকেই দিল্লিতে বায়ুদূষণের মাত্রা আবার লাগামছাড়া হয়েছে।
ভারতের পরিবেশদূষণ পরিমাপক কর্তৃপক্ষ (ইপিসিএ) জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দিল্লির বায়ুদূষণ ‘সিভিয়ার প্লাস’ বা চরম জরুরি পর্যায়ে উন্নীত হয়। দূষণের ভয়াবহতা বেড়ে যাওয়ায় নির্দিষ্ট সময় পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। চার দিন বন্ধ রাখা হবে সব শিক্ষাপ্রতিষ্ঠান।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস













