টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের ফতেয়াবাদ এলাকায় রেললাইন ডুবে গেছে। রেললাইনের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানির ঢল। এতে ফতেয়াবাদ রেল স্টেশনের কাছেই আটকে আছে ডেমু ট্রেন। এছাড়াও সকাল থেকে বন্ধ রয়েছে চট্টগ্রাম নাজিরহাট ও বিশ্ববিদ্যালয় রেল যোগাযোগ।
সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরী থেকে ছেড়ে আসলেও ফতেয়াবাদ রেল স্টেশন সংলগ্ন রেললাইন ডুবে যাওয়ার কারণে আটকা পড়ে একটি ডেমু ট্রেন।
স্থানীয়রা জানান, টানা বর্ষণের কারণে ফতেয়াবাদের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। রেললাইনেও পানি জমে যাওয়া সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের কর্মীরা পানি চলাচলের রাস্তা তৈরি করছেন।
ফতেয়াবাদ রেল স্টেশন সংলগ্ন রেললাইনে পানি ওঠায় আটকা পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পরে অনেকেই পায়ে হেঁটে সড়কে গিয়ে গাড়ি যোগে ক্যাম্পাসে যান।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, ফতেয়াবাদে রেললাইনে পানি ওঠায় সকালের ডেমু ট্রেন আটকা পড়ে। সেখানে কাজ চলছে। শিগগিরই ট্রেন চলবে।













