বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একটি টিকাদান কেন্দ্রে দায়িত্বরত বিষু দে নামে এক কর্মচারী টাকার বিনিময়ে বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় গ্রেফতার মো. হাসান ও মোবারক আলীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট হোসেন মোহাম্মদ রেজার আদালত এ জামিন মঞ্জুর করেন।
হাসান ও মোবারক আলীর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বাসায় টিকা দেওয়ার ঘটনায় গ্রেফতার মো. হাসান ও মোবারক আলীর জামিন আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।
গত বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেস্ট হোসেন মোহাম্মদ রেজার আদালতে মো. হাসান ও মোবারক আলীর ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাধারা/এফএস/এআই













