৩ নভেম্বর ২০২৫

টিনের চালা পরিস্কার করতে গিয়ে প্রাণ গেল যুবকের

লোহাগাড়া প্রতিনিধি»

চট্টগ্রামের লোহাগাড়ায় টিনের চালা পরিস্কার করতে গিয়ে চালা ভেঙে নিচে পড়ে আহত মো. শহীদুল ইসলামের (৩৫) মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে জানিয়েছেন ইউপি সদস্য আবদুল মালেক।

নিহত শহীদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার হাজী পাড়ার মো. ইদ্রিসের পুত্র। তিনি তিন সন্তানের জনক।

স্থানীয় আবদুল আউয়াল এহসান ছোটন বাংলাধারাকে জানান, গত শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকালে বাড়ির টিনের চালার উপর উঠে পাতা পরিস্কারের কাজ করার সময় টিন ভেঙে শহীদুল ইসলাম নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে প্রায় ৯দিন চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার তিনি মারা যান।

এসইউ

আরও পড়ুন