৪ নভেম্বর ২০২৫

টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের যুগপূর্তি উৎসব শুক্রবার

বাংলাধারা প্রতিবেদন »

‘বন্ধনে বারো, স্বপ্ন দেখি আরো’ এ স্লোগানকে সামনে রেখে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিএসজেএ), চট্টগ্রাম-এর একযুগ পদার্পণকে ঘিরে যুগপূর্তি উৎসব করতে যাচ্ছে সংগঠনটি।

আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় জি.ই.সি মোড়স্থ কে স্কয়ার কনভেনশন হলে এ উৎসবের আয়োজ করা হয়েছে। এতে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ) তথ্যচিত্র ও বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড এবং সাংবাদিক সম্মাননা প্রদান করা হবে।

সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মামুদ এম. পি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন