৩০ অক্টোবর ২০২৫

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মিতালি রাজের

বাংলাধারা ডেস্ক »

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজ। ওয়ানডেতে মনোযোগ দিতে সংক্ষিপ্ত এই ফরম্যাট থেকে সরিয়ে নিলেন নিজেকে।

ভারতের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক মিতালির এখন লক্ষ্য ওয়ানডে বিশ্বকাপ। পুরো মনোযোগ দিতে চান ২০২১ বিশ্বকাপে, ‘২০০৬ সাল থেকে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। শুধু মাত্র ২০২১ ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য করে পুরো শক্তি সেখানে ব্যয় করতে চাই।’

ভারতের হয়ে ৩২টি টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন মিতালি। এর মাঝে ২০১২, ২০১৪ ও ২০১৬ বিশ্বকাপও ছিল। তবে ভারতের হয়ে মোট টি-টোয়েন্টি খেলেছেন ৮৯টি। অবসর নিলেও এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে বিদায় নিচ্ছেন তিনি। ৩৭.৫ গড়ে তার সংগ্রহ ২৩৬৪ রান। সর্বোচ্চ রান ৯৭*। 

টি-টোয়েন্টি দলে তাকে নিয়ে বিতর্ক ছিল বেশ অনেক আগে থেকে। গত সপ্তাহে পিটিআইকে জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলবেন। কিন্তু ম্যানেজমেন্ট তাকে জাতীয় দলে চায় কিনা এ নিয়ে একটা সংশয় ছিলই।

তাকে নিয়ে বিতর্কটা ছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। দাবি করেছিলেন তাকে অন্যায্য ভাবে বাদ দেওয়া হযেছিল সেমিফাইনালের একাদশ থেকে। সে ম্যাচটিতে অবশ্য ভারত হেরেছিল। তখনই শোনা গিয়েছিল কোচকে এক প্রকার হুমকি দিয়েছিলেন মিতালি। ওপেনিংয়ে নামতে না দিলে অবসর নেবেন টি-টোয়েন্টি থেকে!

পরিস্থিতি অবশ্য পরে শান্তও হয়ে গিয়েছিল। পরবর্তী নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেয়েছিলেন। কিন্তু বয়স হয়ে যাওয়াতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুনদের নিয়ে ভাবতে চাইছে ম্যানেজমেন্ট।

সূত্র : বাংলা ট্রিবিউন

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন