৩০ অক্টোবর ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম রাউন্ডে বাংলাদেশের সূচি

সংযুক্ত আরব আমিরাতে ১৪টি দেশ নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ২০২০ সালের বিশ্বকাপ বাছাইপর্ব। শনিবার (২ নভেম্বর) শেষ হয়েছে ফাইনাল। এই ম্যাচে পাপুয়ানিউগিনিকে হারিয়ে শিরোপা জিতেছে নেদারল্যান্ডস।

এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের আট দল। যেখানে লড়তে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও।বাচাই-পর্ব শেষে অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ডের খেলার জন্য টিকিট নিশ্চিত করেছে পাপুয়ানিউগিনি, ওমান, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া ও স্কটল্যান্ড। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া ও স্কটল্যান্ড।

২০২০ সালের অক্টোবরের  ১৯ তারিখ নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্র শুরু করবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ২১ অক্টোবর নেদারল্যান্ডস ও ২৩ অক্টোবর শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গে আছে পাপুয়ানিউগিনি, ওমান ও আয়ারল্যান্ড।

প্রথম রাউন্ড থেকে উত্তীর্ণ চারটি দল খেলবে বিশ্বকাপের মূল পবে। পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান আগে থেকেই বিশ্বকাপের মূল পর্বে রয়েছে র‌্যাংকিংয়ে আটের ভেতরে থাকায়।

তারিখ : ১৯ অক্টোবর, ২০২০

দল : বাংলাদেশ-নামিবিয়া

ভেন্যু : ভেলেরিভ ওভাল, হোবার্ট

তারিখ : ২১ অক্টোবর, ২০২০

দল : বাংলাদেশ-নেদারল্যান্ড

ভেন্যু : ভেলেরিভ ওভাল, হোবার্ট

তারিখ : ২৩ অক্টোবর, ২০২০

দল : বাংলাদেশ-স্কটল্যান্ড

ভেন্যু : ভেলেরিভ ওভাল, হোবার্ট

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন