২৯ অক্টোবর ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি প্রকাশ; গ্রুপ ‘বি’তে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক»

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করলো আইসিসি। ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপ পর্বে দুটি ভাগে ভাগ হয়ে সংক্ষিপ্ত সংস্করণের মূল পর্বের লড়াইয়ে লড়বে বাংলাদেশও। সুপার টুয়েলভের লড়াইয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আট দলের পাশাপাশি লড়বে গ্রুপ পর্ব থেকে আসা চার দল।

বিশ্বকাপের সূচনা হবে ওমানে। ১৭ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান-পাপুয়ানিউগিনি। দিনের দ্বিতীয় ম্যাচে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 

গ্রুপ পর্বের খেলা শেষে ২৩ অক্টোবর দুপুর ২টায় থেকে আরব আমিরাতে শুরু হবে সুপার টুয়েলভের খেলা। উদ্বোধনী ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। একই দিন সন্ধ্যা ৬টায় দুবাইতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্টইন্ডিজ। সুপার টুয়েল্ভের খেলা শেষ হবে ৮ নভেম্বর। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১২ নভেম্বর। আর ফাইনাল ১৪ নভেম্বর।

বাংলাদেশ ম্যাচের সূচি
১৭ অক্টোবর : বাংলাদেশ-স্কটল্যান্ড (বাংলাদেশ সময় রাত ৮টা)
১৯ অক্টোবর : বাংলাদেশ-ওমান (বাংলাদেশ সময় রাত ৮টা)
২১ অক্টোবর : বাংলাদেশ-পাপুয়া নিউগিনি (বাংলাদেশ সময় বিকেল ৪টা)

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন