১৩ ডিসেম্বর ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যালেঞ্জ হবে অন্যরকম, বললেন সাকিব

বাংলাধারা ডেস্ক »

এশিয়া কাপে ছিটকে পড়লেও আগামী মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার চ্যালেঞ্জ অন্যরকম হবে বলে মনে করছেন সাকিব আল হাসান।

বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে বাংলাদেশ দল যাবে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে। ধারণা করা হচ্ছে ইনজুরি প্রবণ সকল ক্রিকেটারই ফিট হয়ে দলে ফিরবেন এই সিরিজ দিয়ে। যদিও ম্যাচ হারের পর গতকাল সংবাদ সম্মেলনে বেশ কিছু জায়গাই নতুন করে কাজ করার তাগিদ দিলেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সাকিব বললেন, গত ছয় মাসে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলতে পারিনি। (এশিয়া কাপে) আমরা দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলেছি, যেখান থেকে আত্মবিশ্বাস পাবে দল। তবে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের চ্যালেঞ্জটা অন্যরকম হবে। আমরা সেখানে ভালো করতে চাইলে বেশ কিছু জায়গায় কাজ করতে হবে।

গতকাল ম্যাচ হারের পর দুবাইয়ের মাটিতে অনেক দর্শকদেরই আবেগপ্রবণ হয়ে যেতে দেখা গিয়েছে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারো এশিয়া কাপে হতাশাজনক পারফর্ম টাইগারদের। তারপরেও দর্শকরা মাঠে আসেন বলে দর্শকদের এই সমর্থনের প্রাপ্যটা ফিরিয়ে দিতে চান সাকিব আল হাসান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ