৭ নভেম্বর ২০২৫

টুইটারের পুরো ‘মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন টিম’কে ছাঁটাই করলেন ইলন

বাংলাধারা ডেস্ক »

ইতোমধ্যে টুইটারের কর্মী ছাঁটাই শুরু করেছেন সংস্থাটির নতুন মালিক ইলন মাস্ক। ছাঁটাই কার্যক্রমে প্রথমেই নজর পড়ে মার্কেটিং টিমের ওপর।

জানা গেছে, ভারতে পুরো মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্টই ছাঁটাই করে দিয়েছেন তিনি।

অবশ্য মার্কেটিং, পিআর টিমের ওপর বরাবরই ইলন মাস্কের ভরসা কম। কয়েক বছর আগে, টেসলার পুরো পিআর টিমকেই আচমকা বাদ দিয়েছিলেন মাস্ক।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায়, হঠাৎ সমস্ত কর্মীকে একটি ইমেইল পাঠানো হয়। তাতে বলা হয়, তাদের আগামীকাল সকাল ৯ টায় ‘চাকরির অবস্থা সম্পর্কে জানিয়ে দেওয়া হবে’। তাতেই জানা যাবে চাকরি আছে নাকি নেই।

কর্মীদের পাশাপাশি টুইটার সিস্টেম এবং গ্রাহকের ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে, অফিস সাময়িকভাবে বন্ধ করার কথাও জানানো হয়। সমস্ত ব্যাজ অ্যাক্সেস স্থগিত থাকবে- এমনটি জানানো হয় ইমেইলে।

শুক্রবার সকাল থেকেই নিজেদের অফিস অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যান কর্মীরা। অনেকেই তার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সবার পাসওয়ার্ড বদলে দেওয়া হয়।

টুইটার অধিগ্রহণের সঙ্গে সঙ্গেই তাকে লাভজনক করে তোলার লক্ষ্য নিয়েছেন ইলন মাস্ক। আর তার অংশ হিসাবেই ‘অদক্ষ, অপ্রয়োজনীয়’ কর্মীদের ছাঁটাই করে ফেলছেন তিনি।

টুইটারের ভেরিফাইড ব্লু টিক প্রোফাইলের জন্যও নতুন নিয়ম আনেন মাস্ক। ঠিক করা হয়, ভেরিফাইড অ্যাকাউন্ট, টুইটার ব্লু-এর সুবিধা পেতে হলে মাসে ২০ ডলার করে সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে ব্যবহারকারীদের। পরে অবশ্য সমালোচনার মুখে তা কমিয়ে ৮ ডলার করেন তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ