কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে বয়স্ক এক বন্য পুরুষ হাতির মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) বেলা তিনটার দিকে টেকনাফ বন বিভাগের সদস্যরা মৃত হাতিটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরওয়ার আলম বলেন, হ্নীলা ইউনিয়নের লেদা গহীন পাহাড়ে ভেতর বাধ্যর্কজনিত কারনে ৭০-৭৫ বছর বয়সের একটি বন্য হাতির মৃত্যুর খবর পায়। এরপরে, টেকনাফ বিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। হাতিটি লম্বা ১১ ফিট ও উচ্চতা ৮ ফিট।
তিনি আরও বলেন, হাতির ময়নাতদন্ত করানো পরে পাহাড়ের ভেতর নিরাপদ জায়গায় গর্ত করে মাটিতে পুঁতে ফেলা হবে।
				












